-------------------//----


আমার স্বাধীনতা-
          তোমাকে নিয়ে-গর্ব যতো
তোমাকে নিয়ে-ততো ব্যথা ;
                             আমার স্বাধীনতা ।


তোমার তরে-দিয়েছে রক্ত
                    বাংলার লক্ষ শহীদ সেনা ;
ইজ্জত , লুন্ঠন সব করেছে
                            পাক্-বাহীনি হানা ।


বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত
           রক্তের বন্যায়-ভেসেছে রাজপথ ;
অলিতে গলিতে-একি সাথে ছিল
           মানুষ-কুকুরের লাশ - শতে-শত্ ।


আজও সেই কথাটি মনে হলে
                     রক্ত শিহরিত হয়ে উঠে ;
   মনে হয় আবার-ধরি অস্ত্র
                সেই কাপুরুষদের দেই-ঠুঁটে ।


দীর্ঘ সংগ্রাম এবং রক্তের বিনিময়ে
                  পেয়েছি তোমায় স্বাধীনতা ;
     তোমায় নিয়ে-গর্ব যতো
                   তোমায় নিয়ে-ততো ব্যথা ,
                             আমার স্বাধীনতা ।


রাজপথে আজও জনতার মিছিল
             দাবী পূর্ন-গণতন্ত্র আর অধিকার ;
   এখনো শুনি রয়েগেছে বাংলায়
                 বোমা-বাজি আর রাজাকার ।


কবে যে পাবো-মুক্তি আমরা
               পাবো কবে-স্বাধীনতার স্বাদ !
     আজো আমরা-শংকিত হই
                    ব্যস্ত জীবনে-এই প্রবাস ।


বহু ত্যাগের বিনিময়ে আমরা
                  পেয়েছি তোমায় স্বাধীনতা !
      তোমায় নিয়ে-গর্ব যতো
                  তোমায় নিয়ে-ততো ব্যথা ;
                           আমার স্বাধীনতা ।।


         -------------//------------


              তারিখ :- ১ জুন ২০১৭ !
                       নিউকাসল !