আমি এক ক্ষুদ্র কবি,
উঠেছে কবিতার রুদ্র।
আমি এক ছন্দহীন কবি,
জানি না কোনো ছন্দ।
আমি এক দুষ্ট কবি,
পড়িয়া হন অনেকেই রুষ্ট।
কেহ আমায় ভালো বলে,
কেহ বলে মন্দ।
আমি এক অজান-তা কবি,
কবিতা লিখতে জানি না।
আমি কবিতার মানে বুঝি না।
তবুও আমি লিখি কবিতা।
অনেক কবিতা পড়েন, 'অনেক কবিরা।
কত ভুল করিতেছি, আমি জানি না।
তবুও অনেকে উৎসাহিত করেন আমাকে
শুভকামনা জানায় আপনাদের-কে।
ভুল হলে ক্ষমা করিবেন,
এই ক্ষুদ্র কবি -কে।