এখনো রাত! ভোরের বাকি অনেক!
               ঐ শুকতারা এখনো মধ্য আকাশে।
বিপ্লবী;জেগে থাক,ঘুমায়নি গুপ্তচর!
              জাগতে হবে! সোনালি ভোর অবধি।


বিপ্লবী; এ আলোতে ভেবনা সচ্ছন্দ!
            ওটা কৃত্রিমে প্রচ্ছন্ন!আলোর ঝলক।
তোমায় ঠকানোর, সংকল্পিত ভ্রূমধ্য!
             সাবধান; গুপ্তচর তোমার চারপাশে।


বিপ্লবী; এখনো অনেক কাজ বাকি!
             হাল ছেড়োনা, আমরা-ই হবো জয়ী।
নিয়ে যাও- সোনালি আলোরি পথে!
            গুছিয়ে আঁধার, ঐ নিরত আলোতে।