প্রেমের হাটের, স্যাঁত-স্যাঁতে ভূতের গলি,
কে'বা আসে কে'বা যায় একা পথে চলি।
সেথা প্রেমের হাট জমে, ডুবেগেলে বেলা,
ভালোবাসা নেই, শুধু'ই মিছে প্রেম খেলা।


প্রেম এতোটা গভীর, সবাই থাকে নিবিড়,
ঘর ঘর অমিশুক পণ্য মুখ মাখা আবীর।
রাজা প্রজা এক'ই ঘরে, সময়ের ব্যবধান,
কর্ম ছাড়া ধর্ম নেই, এক'ই কর্মে সমাধান।


দুঃখ ভুলে জাত ভুলে, ক্ষণিক প্রেম হাটে,
এক পাত্রে জলপান নতশিরে একই ঘাটে।
বৈরিতা নেই, কোলাহলও নেই গম্ভীর মুখ,
প্রেমের হাটে সওদা করে, গায়ে মাখে সুখ।