ক্ষুধার্ত গাংচিল খাদ্য খুঁজে, ডানা ঝাপটায়ে,
          তুমি খুঁজো কাব্যিক কবিতা, অ-চঞ্চল পায়ে।
জলকণা জলস্রোত খেলা করে, জলের সাথে,
         একাকী কথা বলো, স্বপ্ন ভেলায় নয়ন পাতে।


ক্লান্ত গাংচিল, পালক ঝরে পরে সাগর বুকে,
          তুমি  কবি- কবিতার চয়ন বুনো বর্ণিল ছকে।
ক্ষুধায় কাতর, এক ধেয়ানে আহার পানে ব্রত,
       আকাশ সাজে কালো মেঘে, তখন হারায় পথ।


দিশেহারা গাংচিল, একটু ঠাঁই নেই কোথাও,
        রাশি-রাশি জল, কতদূর পথ নেই তা জানাও।
ঝড়ের পাখি ক্লান্তও আঁখি, আঁধার চারদিকে,
        তুমি কবি- কবিত্ব নিয়ে ভাস অনন্ত মহা সুখে।