হে- পথিক জাগিয়ে দিওনা অনন্তনিদ্রা, কালিমালিপ্ত মনে,
প্রশান্তি শয়নশিয়র তাজাফুল বুকে, পূজিত সান্নিধ্য চরণে।
চরণ সেবিতে আসা, ঝেড়েছ কি তুমি মনের কলিমা কলঙ্ক?
আমায় ভাবায়! তোমাদেের নিয়মহীনতার বেগতিক পদাঙ্ক।


সমাধিতে প্রদীপেরি ঝল-মলে আলো, সারি সারি ধূপকাঠি,
ওহে ক্লান্তপথিক! অঘোষ চরণ তোমার করজো়ড় হাত দুটি।
ক্ষণিকের ব্যাকুলতায় অনুকরণ, মানব স্বভাব'ই দিবা-রাতে,
কি হবে সিঞ্চনে সুগন্ধী গোলাপজল! অপবিত্র কালো হাতে।


দুরূহ জ্বলাময়ে তোমাদের সান্নিধ্য, চিরবিদায় শান্তির নিদ্রা,
বিনিদ্রে ডেকেছি নিদ্রিত আজ, তাই বড় কষ্ট হয় নিতে শ্রদ্ধা।
দেহটি মিশেছে ভূ-তরঙ্গে, ভুলেও খোঁজনা মাটির কাঁড় ঘরে,
হে পথিক সত্য খোঁজ আমিত্বে! সততায় মিশে মন প্রাণ ভরে।