ঝড়ের রাত, মায়ার টানে পথ চলি অজানা পথে,
নিবু নিবু লন্ঠন, কাদাপথ সহস্র ঝড়ের গতিবেগ।
লন্ঠন হারায় ঝড় কবলে, চলার শেষ- অবলম্বন,
আসমান গর্জে মেঘে, শরীর গড়ায় মেঘের জল।


ক্ষুধার্ত বস্ত্রহীন শীতক্লান্ত শরীর, পরে হেলেদুলে,
জনহীন আঁধারে আস্তর, দিশেহারা গোলকধাঁধা।
দিক খুজি এদিক সেদিক, ঘুরে ফিরে এক'ই পথ,
মনে মনে সময় মাপে, ভোরের সোনালি- আশায়।


ক্লান্ত শরীরে কতক্ষণ কুলাবে, এই ঝড়ের দখলে,
দেখা কি পাবো? ঝড়হীনা ভোরের কাঁচা রোদের।
হয়'তো ইতি হবে এইখানে, সব অজানা বৃত্তান্তের,
উল্লাসিত হবে মুহুর্ত কাল, শেয়াল কুকুর শকুনের।