আমি যুদ্ধে যেতে চাই; শান্তির যুদ্ধে,
                মানুষের জন্য যুদ্ধ, কোন ধর্মের নয়!
যেখানে নিপিড়ন, অন্যায়-অত্যাচার,
                সেখানেই সৈনিক, সামনে কাতারের।


চাইনা...সাম্প্রদায়িক দাঙ্গা; চাই শান্তি,
             যুদ্ধ চাই; মানুষ হবার যুদ্ধ, শান্তির যুদ্ধ!
মনে জ্বালাও আগুন! জাগাও মনুষ্যত্ব,
               মানুষ রূপী পিশাচদের, খোল মুখোশ।


বুকে কষ্ট নির্ঘুম কাঁটে রাত; প্রতি খবরে,
            বারুদের গন্ধে, কল্পনায় লাশ আর লাশ!
শিশু-বৃদ্ধের মলিনতা মুখ, অভুক্ত মানুষ,
          এই অশান্তি থেকে-ই চাই মুক্তি! চাই যুদ্ধ।