মানবতা নিয়ে-ই শুরু হবে, নতুন, নতুন ব্যবসা!
বাড়াবেন মানবতার দালাল মহোদয়ে বিষ-হাত।
লাজুক আড়-চোখে আওড়াবে, শান্তিময় বুলি!
কাঁটবে পাহাড় বেচবে মাটি, সাজিয়া মহাজনী।


আনবে মাদকের চালান,অনাথ সুযোগ সন্ধানী!
বসবে হাট পাহাড়ের পাদদেশে, গড়বে সাম্রাজ্য।
নেশার কালোগ্রাসে, নিয়ন্ত্রণ হারাবে যুবসমাজ!
দেশ হবে মেরুদন্ডহীন,লুণ্ঠিত হবে দেশ-সম্পদ।


উচুঁ থেকে উঁচুতে-ই উঠবে, মানবতার দালালদয়!
নিন্মবিত্ত-মধ্যবিত্ত, গুনীজনও যাবে! গহন তলে।
রক্তক্ষয়ী সংঘর্ষে,রক্তের নদীস্রোতের গড়া-গড়ি!
চাইনা; যে মানবতায় নিজ দেশেই হবো পরবাসী।