ধর্মের নামে নিখিল ভুবন, তুলে জাগিয়ে,
স্বর্গের আশায় অর্থ দেয়, দু'হাত বিলিয়ে।
বাস্তবতায় বিশ্বাসী নয়, কল্পনায় বসবাস,
পরকালেই অনন্ত সুখ, আমাদের বিশ্বাস।


চোখের সামনেই কত প্রাণ, হয় বলি দান,
খরা-বন্যায় কত দুর্যোগে, প্রাণীর নিদান।
যদিও হাতখানা বাড়াই, মানের তাড়নায়,
ঢাক-ঢোল বাজিয়ে,দেখাইতে মানবতায়।


মানবতা কত সুখ, কত যে ফুঁটে হাসি মুখ,
নিবিড়ে ভাবিলে, আনন্দ জলে ভরে চোখ।
সাধ্য যদি থাকে তোমার, বাড়াও হাতখানা,
প্রাণের মাঝে স্বর্গ-নরক, তা সবারই জানা।