প্রাণ সখা ছুঁতে পারিনা তব হাত, অঙ্গ'তো দূর- থাক,
অণু থেকে অণু, বাতাসে খেলা করে মৃত্যুর কলকাঠি।
রুমালে ঢাকি নাক-মুখ, জীবন বাঁচাতে যুদ্ধ ময়দানে,
আপনকে পর করে, পরকে আরও পর আবেগ ভুলে।


সংক্রমিত যুদ্ধে অভুক্ত রেখে, কেন'ই'বা ঈশ্বরও হাসে,
যম-দূতে প্রাণ সপে দেব-দূতে মানুষ, অভুক্তেরি পাশে!
এই ধরাধামে জ্ঞানী জন, দিবানিশি খেলে অনুসন্ধানী,
সাধ্যমত প্রয়াস রক্ষিতে, প্রতিটি প্রজাতি জীরন দানে।


ধিক-ধিক চলছি কোন পথে মোরা, তাগদ গোঁয়ারিতে,
জ্ঞানীয় কথার অবহেলা, তোমার আমার একটু ভুলে।
ঝরবে শত থেকে কোটি প্রাণ, নিশ্চিহ্ন হবে ধরাধামও,
পদতলে পিষায়িত স্বপ্ন, নিভে যাবে ঝড়ে জ্বলন্ত শিখা।