হিন্দু-মুসলিম, খৃস্টান-বৌদ্ধ, ইহুদি, রক্তে নেই লিখা,
কারও রক্ত নয় কালো! রক্তে রক্তে সব'ই সখি-সখা।
রক্তের প্রয়োজনে! কারো'ই নেই মানা ডাক্তারখানা,
ধর্মে'ই করেছে বিভাজন! পুর্ব পুরুষের আপন জনা।


বৎসর যায় বৎসর আসে, শুধু আলো'র পথ খুঁজি,
ধর্মের বৈষম্যে ধর্মকে খুঁজে, সফলতায় ধর্মই পুঁজি।
মানবতা পিছু ঠেলে! হোলি খেলা রক্তে গঙ্গা জলে,
মুখে মুখে চা-য় সাম্য! স্বার্থের বেলায় বৈষম্য ঢালে।


ক্ষরণে অথবা ভস্মীভূতে, হয় এক স্থানে সঞ্চালন,
তবে কেনইবা বৈষম্য, মানব মানবে ধর্মের দোলন।
চলো সবে বিভাজন ভুলে, মানবতার দরজা খুলে,
নবোদিতে খেলি মানবতা খেলা, সব বৈষম্য ভুলে।