কখন বিদায় নিবো এবাড়ী থেকে সব সময়ই ভয়,
সন্ধ্যা নামতেই ভীবৎস কান্না রাত গভীরে অগুন্তি!
দিনের আলোতে লাশ বেসে পারা-পার পথে,পথে,
শেয়াল হায়না’র উৎপাতে লাগোয়া চার দেয়ালে।


দরজার সম্মুখে কচি কচি মুখে ভবিষ্যৎ পরজীবী,
বুকে চেপে রক্ত চোষে কখনো হাত বাড়ায় নীরবে।
লাশ হয়েই ভাসি মেঘের ভেলায় চলি ঐ- হিমঘরে,
যেথায়- শীতল আলোয় কুয়াশা পুড়িয়েছে তপ্ততা।


নক্ষত্রের ঝল-মলে আলো বিভোরে হয় স্বপ্নরাজ্য,
বসন্তের ফুলে মুগ্ধকর ফোঁটা ফোঁটা শিশির কণায়।
আলো আসে দক্ষিণ হস্তে দেখি প্রেয়সীর হাসিমুখ,
কালো মেঘে স্বপ্ন বিলাসী! অন্ধকারে ঢাকে পাঞ্জর।