অপেক্ষায় অপেক্ষায় অনেক প্রহর'ই চলে গেলো,
মলিন হয়েছে ডালায় সাজানো প্রাণপূর্ণ গোলাপ।
ঝরেছে গোলাপকলি স'যত্নে রাখা গাছের ডগায়,
ছিলো মনোনিবেশ বাঁকা পথ ছাড়িয়ে মেঠো পথে।


ভোর থেকে দুপুর গড়ায়, অপেক্ষায় আগত সন্ধ্যা,
আঁধারে পূর্ণ হয় ধরনী দীপ জ্বলে প্রতি ঘরে ঘরে।
বিষাদ আঁধার ঢাকে আমার মন ক্ষণ কালে কালে,
আমার মনো-নিবেশ তোমার আসার বিলাপ পথে।


ভাবনায় নিশী হয়, নিশী ভোর, মনকোণ বিভীষিকা,
অপেক্ষা থেকে বিচলিত হই তোমার শুভ কামনায়।
প্রহর প্রহরে যাক দিনমান মিলন না হোক দু'জনের,
তবুও ভালোথেকো হয়'তো একদিন পাবোই পূর্ণতা।