উৎসব আনন্দ মিলিয়ে যায়, কালের প্রৌঢ়ত্বে!
বুকে বহে রক্তক্ষরণ, সারাক্ষণ পরতে-পরতে।
সমাজ-সংসার-দেশ, অতীত-বর্তমান-ভবিষ্যৎ!
হাজারও স্মরণীয় বাণী, উৎসব হয় ধূলিস্যাৎ।


স্মরণ যখন আরোও গভীরে, আসে পরকাল!
অতীত থেকে বর্তমানের, পাতায় তোলে পাল।
কি হারালাম কি পেলাম,কি-ই-বা আছে বাকী!
রক্ত হয় আঁখি জলে, পালাতে চায় প্রাণ-পাখি।


এভাবে-ই ধেয়ে আসে, জীবনের উদাসিনতায়!
মিলিয়ে যায় আশা, সকল চাওয়ার প্রবনতায়।
সেই- আলস্যে-ই ঝাপসা হয়, আপনও হয় পর!
সরেও যায় জীবনের মায়া, খোঁজে কৃষ্ণগহ্বর।