ব্যাথায় বুকের পাঁজরে নির্যাস পোড়ানো কষ্টের নিঃশ্বাস,
আকাশে ধবধবে আলোর জোয়ার.কি এক অনন্য রাত্রি।
গভীর রাতে হাসনাহেনা ফুঁটেছে,হাসিতে ঝরেছে শিউলী,
নিঃশ্বাসে হাসনাহেনার ঘ্রাণ,মুগ্ধতা শিউলী ঝরা গালিচা।


পূর্ণ চাঁদের জোয়ারে নির্ঘুমে তরুণ-তরুনী প্রেমো লীলায়,
নতুন চাঁদ নতুন যৌবনে আলোর তরঙ্গে ভাসে, এককাল।
সে-ই সময় পেরিয়ে আজ বিষাদে, অনেকে’ই নির্ঘুম রাত,
একদিকে ব্যাথার পাহাড়, অন্য দিকে আনন্দের জোয়ার।


পাঠশালা থেকে পানশালা সবে ব্যস্ত, সংকীর্ণ করিডোরে,
পুরোনো চাঁদ ঝাপসা আলো, প্রেম পালায় কষ্টের নর্দমায়।
অতীত ভুল ভবিষ্যত অন্ধকার, বর্তমান বেঁচে থাকা বিপন্ন,
শতসহস্র রজনীর গল্পের পাণ্ডুলিপি, মুহুর্ত কালে অবসান।