গায়ের ধুলোবালি রঙ বলে দেয়, গাঁয়ের গতর খাটা মানুষ,
বুঝি'না টেরা কথার কূটকৌশল, সরল কথা'ই বুঝি সরলে।
হাসি কান্না বুঝি কর্ম বুঝি সময়ে, আড্ডায়ও বসি অবসরে,
দরদ বুঝি তাই ভালোবাসাও খুঁজি, চাঁদ আলো গায়ে মেখে।


ডোবা'র শেওলা জলে স্নানায়িত, চট-চটে জমাট বাঁধা চুল,
শিঁথিতে নেই বাহারি কঙ্কত, জীবন চলে আহারের সংগ্রামে।
কর্মোদ্যম হাত, ফালি ফালি গোড়ালি চিরে, ফ্যাকাসে বদন,
ধুলোবালি পথে খালি পায়ে চলে, মাটির সাথে শখ্যতা গড়ি।


কাদায় মাখা মাখি জামা কাপড়, সে-ই তো গাঁয়ের স্বীকৃতি,
অগোছালো জীবন যাপন, গায়ে অকৃত্রিম কাঁচামাটির ঘ্রাণ।
কথায় কথায় অশুদ্ধতা, পঞ্চায়েত থেকে থাকি দুই হাত দূর,
কর্মে'র মাঝে সুখ খুঁজে, জীবনে'র মানে বুঝি এপার ওপার।