নীলা-
হঠাৎ করে তোমার সাথে দেখা হবে, এটা আমি ভাবিনি!
মন অন্য জগতের বাসিন্দা, বিস্ময়ে জগৎ পাল্টে গেলো।
তুমি ভাবতে পারো? কতকাল আগের কথা কতদিন পরে,
আমার মনে জড়িয়ে আছে, কত খন্ড খন্ড স্মৃতির ডাইরি!
নীলা-
তুমি যখন উজ্জল নক্ষত্রে! আমি তখন কৃষ্ণ পক্ষের চাঁদ,
যখন'ই ডুবো ডুবো পশ্চিম আকাশে, হেলানো আমার গা!
আর তখন'ই তোমার অকৃত্রিম হাসি, আকাশ ভরা আলো,
তারপরও কতোই মিল ছিলো, চলন রেখায় বাচন ভঙ্গিতে।
নীলা-
এখন কৃষ্ণপক্ষ শেষ তিথি, আর মাত্র কয়েক মুহুর্তের চাঁদ!
তুমি পূর্ব আকাশে নক্ষত্র সন্ধ্যা, আকাশটা তোমার দখলে!
হয়তোবা তোমার আমার মিলন তিথি, অমূলক গল্পমালায়,
তারপরও ভাবনার স্থির নেই, মুহুর্তেই বিচলিত হয় এই মন।
নীলা-
তোমার দৃষ্টিভঙ্গি, এখনো আগের মতোই মাতাল করে দেয়,
তুমি বার বার কেন'ই ফিরে তাকাও! লোক চক্ষুর আড়ালে!
আমি উদাস হয়ে যাই! ফিরে পেতে চাই সেই- শুহিতো কাল,
হঠাৎ না আসলে'ই কি হতোনা? ফিরে যাও এই অবহেলায়!
নীলা-
তোমার দুঃখ উৎসব মুখর, আমার দুঃখরা গোপন কষ্টকর,
হয়'তো তুমি ভাববে! যতদিন ছিলে অলস সময় কাটিয়েছি।
এখন অন্য গ্রহে ব্যস্ত সময় কাটাও,  সময়ও চলে সদানন্দে,
আর আমি ডুবে মরি, তোমার খন্ড খন্ড স্মৃতির অথৈ জলে।