হিংসে করিও না, নব- সৃষ্টিতে কোন হিংসে ছিলোনা,
ডানে-বামে উপর নিচে, সব'ই তোমাদের তবে- কেন?
এখন- তোমাদের পাখা গজিয়েছে, উড়তে শিখেছো,
অতীত নিয়ে একটু ভাবো, মনে মনে নাড়াচাড়া করো।


কে আপন কে'বা পর, তোমার জন্য কার ভিতর দহন,
এই- দেহের ভিতর যখন পুড়ে, তখনও হাসে চন্দ্র মুখ।
তোমাদের হাসি আগলে রাখতে, যেন বিচ্ছেদ না ঘটে,
সুমন্ত্রণা বেষ্টনী, যতদিন এ দেহরক্ত না গড়ায় মাটিতে।


ছায়ার প্রয়োজন? এইতো ফলহীন বৃক্ষ দাড়িয়ে আছে,
তাহার বাতাস তাহার ঘ্রাণে, ক্ষণিক পিপাসাও মিটাবে।
আপন কে আপন করে, পরকেও ভালোবাস প্রাণখুলে,
হিংসা ভুলে কাজ করে, বন্ধুত্বের বন্ধনে বেঁধে এ জগৎ।