আমার দুখান নৌকা ভরে
জ্যোৎস্না তুলি রাতে
জাল ছিঁড়ে যায় তাল কেটে যায়
ইলিশ তুলি পাতে।


মরচে লোহার জঙ ধরেছে
আমার দুখান হাতে
জালের কাঠি জিওন কাঠি
বাঁচবো মাছের সাথে?


যেকটা মাস খরায় কাটে
তপ্ত ভিটে মাটি
মনটা কাঁদে শুধুই ভাবি
আরেকটু পথ হাঁটি।


এমনি করেই বর্ষা আসে
বুনতে থাকি জাল
আবার ইলিশ লোভ দেখাবে
কিনবো আবার চাল।


ডুব সাঁতারে পার করেছি
দুঃখ সুখের দিন
মাছ পাবোনা ভাত খাবোনা
জীবন ভরা ঋণ।


আমার যে ঘর ইলিশ চালায়
আমার যে ঘর কাঁচা
মরলে ইলিশ তবেই আমার
সত্যি করে বাঁচা।