হঠাৎ বসন্ত এলে
তুমি কি শীত মাখবে গায়?
রংবেরং এর পাতা চুলে লাগাবে?
এই অসময়?


রাস্তার ধার ঘেঁষা বুনো ফুল
সেও তো বসন্ত চায় l
না পাওয়ার সাধ
মন খারাপের রোদ পায় l


হঠাৎ বসন্ত এলে
তুমি কি হাঁটবে দেবদারুর বন?
পেরিয়ে যাবে ছিলেকাটা জল?
ভেজাবে মন? চোখের কোণ?


পরিযায়ীরা ডানা মেলে রোজ l
ওরাও খোঁজে বন l
মিঠে রোদ তোমার চুল বেয়ে পড়ে,
বসন্তের অবগাহন l


হঠাৎ বসন্ত এলে
তোমার চোখ রেখো নীচে
দেখবে, সারি সারি হাঁটে পিঁপড়ের দল
কত শতাব্দী ধরে l
অমৃত আনছে সিঁচে l


তোমার সুখ পশমের মত নরম l
তোমার সুখ মখমলে ঢাকা গরম l
ওদের ও সুখ আছে, আছে অসুখ!
উওরের হাওয়ায় ভাঙে ঘর
ফাটে মুখ l কাঁপে বুক l


হঠাৎ বসন্ত এলে
একবার শীত মেখো হাতে l
সারি সারি মুখ খড়ের পাতার নীচে
চুপ করে আছে l
একবার হেঁটে এসো দেবদারু বন
ওদের পাশে, ওদের সাথে l