ব্রিজের উল্টো দিক থেকে আসার সময়
হাতে একটা লাল গোলাপ নিয়ে আসবে
তোমার চুল তখন এলোমেলো
আচমকা বাতাস এসে ভোঁতা করে দেবে
তোমার ধারালো রূপ।
চুপ করে নেমে আসা সন্ধ্যার
ষড়যন্ত্রে পা দিও না।
চলে এস তুমি
সন্ধ্যা হবার আগেই।


দুর থেকে লাইট হাউসের ঠিকরানো আলো
দিশেহারা করবে দিকভ্রান্ত
সিগালদের। সাবধানে তাকিও
তোমার চোখেও পড়বে সেই আলো।
দেখো অন্ধ হয়ে যেও না যেন।
আগাম বলে রাখলাম
একটু বেশী করে লাগিও মাশকারা।


গতকাল খুব বৃষ্টি হয়েছে শুনলাম
একটু দেখে পা ফেল।
তোমার লম্বা গ্রাউনে কাদা না লাগে
নাহ​য় হিলতোলা জুতোটাই পরে এসো।

ব্রিজের উল্টো দিক থেকে আসার সময়
হাতে একটা লাল গোলাপ নিয়ে আসবে
সেই গোলাপের কাঁটায় তোমার হাত কাটবেনা
আসলে কাঁটার খুব কাছে আসনি তুমি কোনোদিনই।
যতটা কাছে আসলে রক্ত ঝড়তে পারে
যতটা কাছে আসলে কাঁটার খোঁচায় উপড়ে
ফেলতে পারে দুটোচোখ, হৃৎপিন্ড
তুমি আসনি ততো কাছে।


ব্রিজের উল্টো দিক থেকে আসার সময়
হাতে একটা লাল গোলাপ নিয়ে আসবে
সামনেই দেখবে আমি দাঁড়িয়ে
এক বুক সমুদ্র নিয়ে।
তুমি চোখ বুজে ছুঁড়ে দেবে
মৃত গোলাপটা কে।


আবার কাঁটা বিঁধবে
আমার ক্ষতবিক্ষত বুকে।