কালে কালে কত কিছু দেখি হেন বঙ্গে
দুধে ঘোলে মিশে গিয়ে জাদু দেখি রঙ্গে l
পোকাতে দাঁত খায় আর খায় বাবুল
ভয় সব থর থরে কাঁপে যেন কাবুল l
বামেদের জিরো ফিগার মাথাতে নষ্ট
পথে নেমে চড় মেরে হাতে দেয় কষ্ট l
দেখে সব চুপচাপ পল্যিটের বুড়ো
হাড়ে হাড়ে শয়তানি জানে ওরা পুরো l
গলিতে ভিক্ষা করে বামেদের ছানা
কচি কচি হাত নেড়ে নাচে তানা না না..
ওদের ই এক নেতা মথুরা ছাড়িল
ছাড়িয়া আপন ঘর দুহাত ধরিল l
গুণে তার ধারে কাছে কেবা জল পায়?
অফিসের এসি খুলে নিজ গৃহে ধায় l
হেন কালে আসে রাজা রাহুল তার নাম
মাথা খানা নিরেট, বাজারে নেই দাম l
সেই এসে পয়মাল বুকে নেয়ে টেনে
বামেদের মাথায় মেঘ ঈশানের কোণে l
দিনে দিনে ইঁট ভাঙে বিজেপির ঘরে
ভাইপো একলা হাতে জাদু গড়ি করে l
বাংলা তো গেছে এবার দেশ টা কে দ্যাখে
মানুষ আর মাটির খবর মনে মনে রাখে l
বলে এবার শিরোমণি দিল্লি যাবে দিদি
হারাবে গদির সাথে আমিত আর মোদি l
বিজেপির ঘোর কলি ঘরে তে দ্বন্দ্ব
দল ভেঙে ছুটোছুটি কপাল মন্দ l
দেশবাসী বোঝে সব দু চোখে সজাগ
চব্বিশে লাফ দিয়ে আসে বুঝি বাঘ l
চোরে চোরে মাসতুতো ছিল বলে জানি
এহেন গুচ্ছ মূলের দলটাই জালি l
আর কত গুণ কথা করিব বর্ণন?
বাঙ্গালীর কানে ইহা চর্বিত চর্বণ l
যেই শোনে সেই গালি উল্টো মুখে দেয়
শীর্ষেন্দু সেকথা শোনাতেই চায় l