অচেনা পাযের শব্দে বুক কেঁপে ওঠে রোজ।
আমার মাংসে বিষ খোঁজে কেন ওরা?
কাঁচের প্লেটে আমি সাজিয়েছি কি সাম্প্রদায়িকতা?
পোড়া গন্ধে জ্বলছে নাক ভীষণ
বিদগ্ধ প্রতিবাদ গুলো চুরমার হচ্ছে
বিদ্রুপের হাঁসিতে।
কোনো প্রতিবেদন কি হয়েছিল অন্ধকার সকালে?
আমার ঈন্দ্রিয়রা বেয়াদপের মত উদগ্রীব।
যদি এখুনি কোনো বিপ্লব হ্য়।
আবার ফিরে যাব প্রস্তর যুগে
দুহাত দিযে আটকে দেব ধর্মের জন্ম গুলো।
অন্তত বাঁচাব কিছু রক্ত।
থাকনা অমিমাংসিত ঈশ্বরের উত্স।