নিরন্তর হত্যা করছি শব্দ।
ব্যর্থতা এখন তুঙ্গে খুঁজতে শান্তির সমার্থক।
ধুলোয় ঢাকা ধ্বংস লীলায়
বোবা হয়ে আছে শব দেহের স্তুপ।
চুড়ান্ত পাশবিকতায় সম্পৃক্ত মুহূর্তরা
হয় ধর্ষিতা অথবা তীব্র আর্তনাদে
ধড় থেকে নেমে যাওয়া মাথার মত নিশ্চুপ।
কতটা মৃত্যু আর...
উত্তর খুঁজেছিল মৃতপ্রায় শিশুদের ফুরন্ত শ্বাস।
য্ন্ত্রনার ইতিহাস লিখে চুপ করে ছিল
রাকা আলেপ্পো দামাস্কাস।
উল্লাসিত অত্যাচারী যারা
কি আছে ওদের হাতে অস্ত্র না ধর্ম ?
নাকি ষড়য্ন্ত্র।
আরব স্প্রিং থেকে ফেটে পড়া তীব্রতায়
লাল হয়ে আছে শহরের আনাচে কানাচে।
এভাবে কি বেঁচে থাকা যায়?
এভাবে কি মানুষ বাঁচে?
আজ একটু রোদ চাইছি আলোর জন্য।
যদি অন্ধকার কাটে
যদি নিশ্চিহ্ন হ্য় নারকীয় অসহিষ্ণুতা।
বর্বরতার আড়াল কেটে জন্ম নিক
আগামী দিনের শিশুরা।
চুরমার করে দিক সব চক্রান্ত।
রামধনু উঠুক এক আকাশ জুড়ে
সিরিয়া পর্যন্ত।