ম্যাপল পাতা গুলো পড়ে আছে সর্বত্র।
এলোমেলো ভাবে।
অবিন্যস্ত মাথার চুলও।
যাযাবর মেঘেরা বিকেলের আলোর মতই কৃপণ।
এসময় এই পার্কে আসেনা কেউ।
একা আমি আর ও।
অথচ আমাদের কোনো সংলাপ নেই দেখ।
সব কথা উজার হয়ে আছে
ফেসবুক টুইট্যারে।
প্লেটনিক নয় তবুও এই প্রেম
যে করেছে সেই জানে।
সমস্ত উত্তর গোপন করেছে
শরীর সর্বস্র জিজ্ঞাসা।
এখনও পেমের গল্প বল?
শুনতে চাও বিছেদ পূর্বরাগ হতাশা।
অন্ধকার হয়ে এল।
এবার সে চলে যাবে।
কিন্তু সত্যি ই  কি ছিল?
হয়ত খোলা ক্যানভাসে
শুধু এঁকে গেল নগ্নতা।


কল্পনা নয় ধ্রুব বাস্তব হতে পারে
বৈদ্যুতিন ভালবাসা।
আর কিছু সর্ম্পক, চিবিয়ে ছিবড়ে করা।
তখন এই পার্কে একা আসব আমি।
বিকেল হয়ে আসবে।
ম্যাপল পাতা গুলোও পড়ে থাকবে।
কিন্তু তুমি থাকবে ফেসবুক টুইট্যারে॥