তোমাকে খুঁজতে
ছিলেকাটা নদীর জলে ডুব দেব এক সাঁতার।
সুপ্রীম কোর্টে মামলা করব। ধর্ম বিচ্ছেদ।
পিত্জা ছেড়ে খেতে পারি গাছ পাথর


কেন হাঁসছ
দেখছ আমি কিরকম ভাবে বেঁচে আছি ।
তীব্র আগুনে পোড়া বীভত্স দেহ নিয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি।


কারা আসছে
রক্ত রক্ত খেলতে চাওয়া শ্বাপদরা?
ছিন্ন ভিন্ন পাতার মত হারিয়ে গেছি
ঝড়ে উড়ে যাই খড়কুটো আচমকা।


কোথায় যাব
মৃতদেহের স্তুপে আটকে গেছে চলার পথ।
ফুল পাখি প্রেম আজ নিস্প্রয়োজন।
কবিতার দেশে শব্দ লেখে ডিটোনেটর।