ডিসেম্বরের রাত আর
সাপ্তাহিক কোচিন ক্লাস।


খামখেয়ালির গোপন খামে
পাঠিয়েছিলাম বিষ্ফোরক...
উত্তরে হাওয়ায় কেঁপে ওঠা মন
অপেক্ষায় ছিল, না আসা উত্তরের।


কলেজে যাওয়ার পথে
ভুল করে উঠে পড়া বাসে
কখনো কি খুঁজেছি তোমার চোখ?


তারপর বহুদিন একলা ফিরি।
গিটারের সুর গুলোও বেমানান।
ছিল বোহেমিয়ান,
মুখচোরা বেকারের জীবনে।
অযথা সময় কেটেছে সময়ের আন্দোলনে।
অথবা ভবঘুরে নন্দনে।


আবার অনেক বছর বাদে
ভুল করে উঠে পড়া বাসে
জানলায় হাত রেখে। আনমনা..
বাইরে তাকিয়ে তুমি।
বিকেলের নরম রোদ
তোমার চুল ছুঁলো।

তখন আমার কাছে ক্লান্ত আমি।
মনে পড়া কথা গুলো সাজাতে সাজাতে
পরের স্টপেজে নামি।