কাল থেকে ভাবছি তোমার বাড়ি যাব।
একটা হেস্তনেস্ত করব।
দিন দিন বেড়েই চলেছে সীমাহীন
লাগামছাড়া।


সকালের কাগজে পর্যন্ত বেড়িয়েছে।
এমন একটা ঘটনা রটনা
না হয়ে উপায় আছে।
দিনদুপুরে কলম চুরি!


বইচুরি, বউচুরি, পুকুর চুরি
সবই শুনেছি তাই বলে কলম চুরি!


চুরি যদি করবে তাহলে করনা
উকিলের কলম। এটর্নির কলম।
ফাঁস হয়ে যাবে মিথ্যার জোচ্চুরি


কিম্বা কোনো ঘুষখোর অফিসার
যে সই করেছে বহু দুনম্বরী
চুরি করতে পার নেতার কলম ?
দেখবে বন্ধ হয়েছে সমস্ত অশান্তি।
ধর্মঘট কাজ চুরি, কেলেঙ্কারি।


খামকা কবির কলম কেন?
এটুকুও জান না যে কবিরা স্ব ভোজী
গোগ্রাসে গেলেন নিজেদেরই
চাষ করা শব্দ গুলো।
বদ হজম হলে বমি ও করেন সশব্দ।
বারবার সমাজ মন্থনে নীল কালি হয়
কবিদের লাল রক্ত।
খবর রাখ যে কবিরা নীল কণ্ঠ?


হাইড্রোজেন বোমার মত একাকটা শব্দ। মারাত্মক।
যেকোনো মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে
পাহাড় সমান অহঙ্কার।
কবির কলম অতি আধুনিক।
স্বয়ংক্রিয় অটোমেটিক।
অক্ষরে অক্ষরে ধ্বংস করে দেয়
সব ষড়যন্ত্র।


সেই চুরি করলে? এসব জেনেও?
তোমাকে বলছি শুনতে পারছ।
বেহায়া কলম চোর।