মিস্টির বাক্সটা হাতের ওজন বাড়িয়ে দিল​।
প্রতি বছর একই রকম।
বাজারের শেষ বেলার দ​ড়টাও চড়া।
আর চড়া, চকচকে চোখ থেকে নেমে আসা
পেটের ক্ষিদে।
বাঙালি যখন, জামাই ষষ্ঠি জন্মগত অধিকার তখন।
আদরের থালায় ঠান্ডা বাতাস
বিলি কেটে দেয় চুলের সরল রেখায়।
ছোটোবেলা থেকেই সাজানো
স্বপ্নের ঘুটি গুলো।
কলেজ, দামি চাকরি, বিয়ে
তারপর আয়েষ করে বরফ মেশাই
গ্লাস ভর্তি উইক​এন্ডে।
বিছানায় সাজানো থাকে বরাদ্দ মাংস রোজ রাতে।
বাবা মা সাধ করে রক্ত দিয়েছিলেন আমার শরীরে,
এখন শুধু হুইস্কি চলে।


আমার দেশে মৃত্যুর নাম রাজনীতি।
রোজই আগুন লাগে। মাটি জ্বলে।
গলা চেপে ধরে দুহাতে।
প্রাণটা বেরোতে যতক্ষন।
গাছের ডালও কম পড়ে।
ভারী শরীর দড়ির ওজনে নীচে নামে।


এরা অনেকেই চুপ করে গেছে।
আমার কানে সতর্ক ইয়ারফোন।
সমস্ত দুঃখ আটকে এনে দেয় রিনরিনে সুখ।
এখানে মৃত্যুর নাম রাজনীতি।
শুধু রাজনৈতিক ন​য় আমার জীবন।


বিনম্র শরীর সুখের পাঁজরে আটকে আছে।
মন চাপা প​ড়ে গেছে বরফের গ্লেসিয়ারে।
থাক এসব কথা। ছিছি এসব কি ভাবতে আছে?
তারচেয়ে পায়ের গতি বাড়াই আরেকটু।
এক থালা নরম সুখ অপেক্ষা করে আছে..
অপেক্ষা করে আছে
আমার জন্যে।