নষ্ট মেয়ে বুকের মধ্যে হাঁটে।
একপা দুপা তিনপা।
তাকে চান করিয়ে চুল আঁচরিয়ে
ঘুম পাড়িয়েছি।
কে জানে কখন সে জাগে।


আটচালা ঘ​ড় আর শাঁখা সিঁদুর
উল্টো করে রাখা পোড়া হাঁড়ি।
সংসার দিও তাকে ছন্নছাড়া।
দেখবে ঠিক পালিয়ে গেছে।


লালফিতে বাঁধা এক ফালি চুল
এপাড়া ওপাড়া দাপিয়ে
ফুল মারিয়ে চলে গেল।
নষ্ট মেয়ে ওর এক হাতে থুতু
আর এক হাতে প্রেম।
কোনটা নেব আমি।


নষ্ট মেয়ের অন্ধকার কিনতে পারো।
আলো বেচতে পারো।
বাজার থেকে প্রদীপ কিনে
একটা ঘর সাজিয়ো।
দেখবে ও সব তেল মেখে বসে আছে।


ভাঙা টিনের ঘরে তুমি শব্দ করলে
দুর থেকে অভিশাপ দেবে ও।
নষ্ট জিভের ধারে
কাটবে তোমার দর্প।


নষ্ট মেয়ে বুকের মধ্যে বাঁচে।
নষ্ট বলেই বেঁচে থাকে রোজ।
ফুল দিয়ে স্পর্শ কোরোনা ওকে।
স্পর্শ কোরো তোমার মন্দ চোখে।