আলোকবর্ষ দুরে চলে যেতে চাই
পারলে ভালই হত।
রোজকার দায়সারা জীবনের একটা
হেস্তনেস্ত হত। অন্তত।


বিডন স্ট্রিটের মোড়ে সেই চায়ের
দোকানটা মনে আছে?
তোমার পায়েরপাতায় গরম চা পাতা পড়ে
সে এক বিশ্রী কান্ড।
মনে পরে তোমার?
ছাতা আর খাতা এক করে ভিজে একসা।
সেই বৃষ্টি গুলো আজ নিরুদ্দেশ।


একত্রিশ বছর…
আমি তুমি আর তুমি আমি
সম্পর্কের হাওড়া ব্রীজ বানিয়েছি।
দুই দিকে দাড়িয়ে দুজন দুজন কে মাপছি।
আর মধ্যিখানে ট্রাফিক।


আলোকবর্ষ দুরে চলে যেতে চাই।
আমার বৃদ্ধ চোখে একত্রিশ বছর আগের তুমি।
তুমি জোরে হাঁটছ।
আমি আস্তে আস্তে। কাঁধ দিয়েছি।
খই গুন্তে গুন্তে বিডন স্ট্রিট পেড়িয়ে যাবো।
সামনে ছায়াপথ।
তোমার পায়ের পাতা ভীষণ গরম…


ফিরে এসো একবার।