সকাল থেকে তীর ছুঁড়ছে রাম।
রাবণের মাথার দাম টা পোষ্টারে পোষ্টারে
ছেয়ে গেছে।
এখন প্রশ্ন হল কটা মাথা কাটবে?


সীতার ছেলে অমর ন​য়।
মারিচ নেবেই তার প্রতিশোধ..
বাল্মিকির কলমে পাল্টায় ভবিষ্যত
অতীত জেনেছে শুধু অভিশাপ।


যুগের পর যুগ চলেছে যুদ্ধ।
চাষ করেছে রক্ত বীজ আর
মিথ্যের সংলাপ।
রাম রাজ্য কবে পাবো?
এ আশা নিয়ে বুক চেপে আছি।


পাঁজর খুলে হাতে নিয়ে অন্ধমুনি।
বিষ দিয়েছেন রাজা দশরথ।
চোখ গেছে, পুত্র গেল।​
জীবন তার শব্দভেদী।