রাত পোয়াতি হলে,
সন্ধ্যে নেমে আসে
তোমার উঠান জুড়ে
তখন ঘোমটা টেনে
রবি যায় অস্তাচলে।


তখন ফিসফিসিয়ে
কথার পিঠে কথা
তখন নতুন করে
আবার ভাবতে বসা।


আমার যা কিছু বলার
আমার যে পথ চলার
সেসবতো সব কবেই গেছে ঘুচে
ঠিক যেমন ভাবে রাত্রি নেমে আসে
দিনের আলো এক লহমায় মুছে।


তোমার আকাশ
রামধনু রং মাখা
তোমার পাশে
জেগে আছে সারা পাড়া,
আমার এবার অতীত হবার পালা
আমার এবার হারিয়ে যাবার পালা।


এসব কথা হলদেটে আঁশ মাখা
এসব কথা বলতে চাওয়া মানা,
এসব কথা লাভ কি মনে রেখে,
আমায় কি আজ চিন্তে পারবে দেখে?