স্বপ্নরা খুব মুখচোরা হয়, একলা থাকে মনে
দু একটা খুব শব্দ করে বাকী রা সংগোপনে l


স্বপ্নরা খুব মুখচোরা হয়, দিনে ঘুমিয়ে থাকে
রাত্রি বেলায় মাথার ওপর ড্যাব ড্যাবিয়ে জাগে l


স্বপ্নরা খুব মুখচোরা হয়, হাল্কা শীতের ছোঁয়ায়
বলার আগেই আবছা তুমি মিলিয়ে যাবে ধোঁয়ায় l


স্বপ্নরা খুব মুখচোরা তাই ফার্স্ট ইয়ারের র‍্যাগিং
চোয়াল চেপে চোখ নামিয়ে সহ্য শক্তির জগিং l


স্বপ্নরা খুব মুখচোরা সেই মুখোমুখির বসা
দৃষ্টি কেমন ফ্যালফ্যালে আর চশমা কাঁচের ঘষা l


স্বপ্নরা খুব মুখচোরা তাই বড় রাস্তার মোড়ে
আলুকাবলি সেদ্ধো ছোলায় ঘড়ির কাঁটা ঘোরে l


স্বপ্নরা খুব মুখচোরা হয়, বসছি পাশাপাশি
বলতে কিছু না পারা টাই মনের কাছাকাছি ll