যেভাবে মৃত্যুরা পাশ কাটিয়ে যায় l
সকালের কাগজ অথবা দুপুরের খবর l
যন্ত্রনা, জ্বর, ক্রমশ তীব্র দীর্ঘশ্বাস l
আমার নি:শ্বাসে প্রতিদিন এঁকে দিয়ে যায়
বিষাক্ত চুম্বন!


যেভাবে আমার পা বেরিয়ে থাকে,
আটচালা ঘর, দেশান্তর,
পোষা সুখ মুছে দেয় অগুরু চন্দন l
দুফালি কাঠ হাত পেতে দাও
আর সাথে দিও প্রিয় আগুন l


হেমন্তের পাতার মত ঝরে যাওয়া সময়
বুকের গভীরে রাখে ভেজা জুঁই ফুল l
এখনো স্বপ্ন দেখে খোলা মাঠ,
দুমুঠো ধান, নিকানো উঠান l


যেভাবে দু জোড়া হাত ছুঁয়ে থাকে জন্মান্তর l
উষ্ণতার চোরাবালি খুঁড়ে নিয়ে আসে
নিশ্চিহ্নের বীজ, ছেঁড়া শেকল l
জং পড়ে যাওয়া চালশে চোখ
জ্বলে ওঠে অবান্তর l


যেভাবে মৃত্যুরা পাশ কাটিয়ে যায় l
শ্যাওলার ছাদ খোঁজে মনের অতল l
চুল্লি র পোড়া কাঠ অপেক্ষায় নত l
বিয়োগেরা শুধু যোগ দিয়ে যায় ক্ষত l
ফলাফল অন্তহীন! শুধু প্রাণ,
অফুরন্ত প্রাণ ঘিরে থাকে এ দেহ l এ বিশ্ব l
...সচল ll