আমারে নীতিকথা শুনাইছ সবে,
কেমন করে সভ্য হব এই ভবে!
কাজ করে যায় দিন ক্ষুধা নিয়ে পেটে
মনে ভাবি দুবেলা অন্ন কিভাবে জোটে ;
তোমাদের দেখি কত পোশাকের বাহার
রুচি শীল নানা পদ ভোজন আহার,
হাড় ভাঙ্গা খাটুনি খেটে হাড়ি থাকে উপুর
নূন পান্তা গ্রাসে আসে তৃপ্তির ঢেকুর,
জীবিকার তাগিদে মাখি ধুলো-ময়লা-বালি
সভ্য সমাজের মুখে শুনি গালাগালি;
তোমাদের অঙ্গ সুরভিত করে নানা প্রসাধনী
আমাদের শরীর নিংড়ে ঘাম আনে খাটুনি।
অভাবের যাঁতাকলের পিঁশে রোজ মরি
সভ্যতার চাঁদরে নিজেকে কেমনে মুরি।
অবহেলা-অনাদরে মোদের কাটে দিন রাত
সভ্য সমাজ তবুও বাড়ালো না ভালবাসার হাত।