হৃদয়ের সব রং আজ
সেজেছে ধূসর সাজ,
জীবনের প্রচণ্ড চাপে
স্বপ্নের ভীত কাঁপে।
চারিদিকে অন্ধকার মাঝে
চাপা কান্নার সুর বাজে,
স্বপ্নের পাখিরা উড়ছে না
ভেঙ্গে গেছে বুঝি ডানা;
আশার প্রদীপ নিভু-নিভু
এমন আগে হয়নি কভু।
কেউ নেই আজ আপন
একা-একাই দিন যাপন।
হঠাৎ মনে উদয় হলো
গ্রহণ শেষে ঊষার আলো,
আসলে আমি নই একা
আমার সাথে আছেন খোদা;
চাই নাকো কিছু আর ---
ও মালিক জানি তুমি আমার।