ঘন কালো মেঘে ভরে               আকাশটা বিদীর্ণ করে
             হঠাৎ ঘনিয়ে আসে কালবৈশাখী,
চমকে বিদ্যুৎ গরজে মেঘ               বিস্ফারিত বায়ুর প্রবল বেগ
           যা হয় হোক আমার তাতে ভয় কি?


সূর্যটাকে ঢেকে দিলো               চারিদিকে আঁধার কালো
      সঞ্চারে তব সাহস প্রাণে আল্লাহর নাম বলো,
মেঘে-মেঘে প্রবল ঘর্ষণ               আরো আছে শিলা বর্ষণ
       মনকে বলি ভয় নেই; আল্লাহর পথে চলো।


ভেঙ্গে চুরে চুরমার                চারদিক ছারখার
           তবু থামতে নেই জোড় পদে চলো,
অশান্ত শান্ত হবে                সব কিছু পরে রবে
        আড়াল থেকে সূর্য হেসে জালবে আলো।


শেষ হলে ঝড়ের বেলা               ফুরালে ধ্বংসের খেলা
            তখন তুমি উঠবে নাচি প্রাণের উচ্ছাসে,  
থাকবেনা মেঘের ঘনঘটা                চারিদিকে আলোকচ্ছটা
           জয়ের হাসি হাসবে তুমি ভাসবে উল্লাসে।