তুমি শয়তান কখনো দেখেছো কী?
রক্তাক্ত মুখ, তীক্ষ্ণ ফলার মতো দাঁত,
অগ্নিচোখ বা মাথায় খাঁড়া শিং বিশিষ্ট
কোন বিভৎস কুৎসিত চেহারার নয়।


অবিকল মানুষের মতো স্বাভাবিক, সুন্দর।
তারা মানুষের শহরে, মানুষের ঘরেই বাস করে,
তারা মানুষ হয়েই বাঁচে, মানুষ হয়েই মরে।


তারা মানুষের তাজা রক্ত খায় না
মানুষের অর্থ- সম্পদ গ্রাস করে
অসৎ, মিথ্যা, দূর্ণীতি, অন্যায় তাদের বাসনা।
তারা অবিকল মানু্ষের মতো,
কোন শারীরিক পার্থক্য নেই;
শুধু মানুষের আছে বিবেক, তাদের নেই।