এই ভরদুপুরে,
আমি উদ্বেলিত তোমার চাহনিতে;
স্বচ্ছ জলের বৃষ্টি ফোঁটা আমার গগন জুড়ে,
প্রচ্ছন্নে তোমার পুলকিত আদ্যোপান্তে /


দৃষ্টি জুড়ে তোমার,
ডেকে যায়, দোল দেয়-
ওপারের ভালবাসা এপারে অফুরান;
আমি আপ্লুত নিভৃতে,
ছোঁয়াহীন স্পর্শে তবু হৃদয় বলীয়ান /


খরতাপে পুড়ে ছাই সর্বস্ব আমার,
আমি আমোদে নিঃস্ব হই বারে বার /


তুমি এভাবে চলো না খেই হারাই
এভাবে চেয়ো না তুমি তন্দ্রা হারাই /