ধরণী, তোমার কাছে কিছুটা সূর্যালোক-
আমি কিনতে চাই, প্রিয়তমার নামে;
তুমি বিকোবে কি? এই মধু প্রহরে।


এখানে দুজন দিগন্তজোড়া মাঠে,
গোধূলি স্নান করে মিশে যেতে চাই,
একে অপরে আনমনা ক্ষণে।


প্রিয়তমার হাতে হাত আর দৃষ্টি বহুদূর,
এই লগন আজ অস্ত না যাক,
আবছায়া আলোয় কিছু ভালোবাসা-
জমা হয়ে থাক।
তুমি দেবে কি আমায়, কিছুটা সূর্যালোক-
এই পড়ন্ত বেলায়...।