লগড় ভরা ফুল বাগিচায় সুবাসেরই মেলা,
বিপথে অনন্ত তাপ সুপথে নাই জ্বালা।
বসত ঘরে ভাব বেভাবে লুটোপুটি খায়
ভাব না পেলে মহাধামে জ্বলবি যাতনায়।
কুভাবী মন কাটালি রাত ভূভাবেরই মোহে!
ধামে যে ছাড়ে বেভাবে ও মন যাসনে সেভাবে।


অচীন রাতে পাতা ফুঁড়ে রাতের রাণী ফোটে
সুবাস নাই রূপ তাপসী বেভাবে যায় ঝরে,
বকুল ফুলে সুবাস গুণে মন কাড়িয়া লয়
বেজাত বাগের ফুল কি কভূ রাতের রাণী হয়?


তনে জ্ঞানে শিরোজাতী চিরই অজাত কয়
রাতের রাণী মজলে ভাবে চির ফোটাই রয়,
ঘরের আড়ার কাঞ্চা বাশে ঘুণেরই আবাস
দাম ভূধামে কোহিনূরী বেদামী স্বভাব।
মহাধামের সেরা জাতি ভাব বেজাতিই রলি!
ধামে যে ছাড়ে বেভাবে ও মন যাসনে সেভাবে !


শাহজাদপুর, সিরাজগঞ্জ, বৃহষ্পতিবার, ২ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ, ০৭:৩৬ পুর্বাহ্ন।