ঢল তরঙ্গ শাপী শালায়
ভেসেছো বিরাম ভেলায়,
অলিরা শোনরে পালা
চাকেরই ফাঁকে টুটবে ধরা !


মন বাগিচায় নব্য ফুলে
বহুরূপী ফুটেছে,
সুবাসে মন প্রাণ তোমারই
জুড়ায়ে প্রদীপ নিভেছে !


সাদা কালো রঙ্গ ধামে
ঢঙ্গেরই জাল বুঁনেছে
বন্ধ ঘরের দিল ওয়ালী
অবেলায় খিল খুলেছে!


কেমন চাওয়া কি কামনায়
লেহাজে খায় শরম মাথায়,
ঝরলো ফুলে সাঁঝেরই বেলা !


মন পীড়নী স্বার্থ শালায়
পড়শী নিজেই হয়েছি,
চাবি বিনে বেলেহাজী
কারাবন্দীই থেকেছি !


বদলা স্বভাব দমের মেলায়
ভাব স্বভাবে লাগাম লাগা,
ভক্তি সেবায় খোলরে তালা
বিধি বামে ডুবলো ভেলা !


শাহজাদপুর, সিরাজগঞ্জ, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ খ্রিষ্টাব্দ, ০৩:৩২ অপরাহ্ন!