তোর মুখের ওই বোলটারে ভালোবেসেছি,
দিন দিনে মা তোর বোলে কথা শিখেছি।
গোরব মাগো তোর বুকে জনম নিয়েছি,
রক্ত দিয়ে তোর বুলি তোর বুকে রেখেছি।
অ আ ক খ মা তোরি বুলি
প ফ ব ভ তোর মুখেই শুনি!


অজগর ওই আসছে তেঁড়ে কতোই শুনেছি,
আমটি আমি খাবো পেড়ে কতই বলেছি।
অ আ ক খ তোর মুখের বুলি
প ফ ব ভ মা তোর কাছেই শিখি।


স্কুল কলেজ পার হয়ে ভার্সিটি এসেছি,
অযুত ছেলের মুখেতে মা তোর বুলি শুনি,  
আরবি ফার্সি উর্দুতে মা নাই তারি জুড়ি
সবার সেরা তোর বুলি মা বাংলারি ঝুলি!
অ আ ক খ তোর মুখের বুলি
প ফ ব ভ মা তোর কাছেই শিখি।


বাহান্ন'তে পাকশাষকের মুখে কি শুনি?
তোর বুকে তোর বুলি নয়, উর্দু করবে জারি!
মানি না মানবো না ভেঙ্গে ১৪৪ আজি,
তোর দামালেরা রাজপথে মা ভাষারো লাগি,
ফেব্রুয়ারির ২১ তারিখে পাকসেনার গুলি
সালাম, দামাল নিষ্প্রাণ! মাগো প্রাণ পেলো তোর বুলি!


অ আ ক খ মা তোরি বুলি
প ফ ব ভ তোর বুকেই শুনি!


(১৯৫২ সালের ২১'শে ফেব্রুয়ারিতে নিহত সকল ভাষা শহিদদের প্রতি উৎসর্গকৃত)


শাহজাদপুর,  সিরাজগঞ্জ, বাংলাদেশ, ২০ ফেব্রুয়ারি '২০১৮ খ্রি. মঙ্গলবার, ০৭:৫৪ পুর্বাহ্ন।