কার বেশে ঘুরিছো ধামে
কার ক্ষেতে আইল হইলে শেষে,
মনের ঘরে রসদ বিনে
হয় কি ফসল মাঠ ঘাটে?


কোথা ঘর নাই ঠিকানা
কোন ধাড়াতে আনাগোনা,
ওজন তার হয় না জানা
মহাজনের তৌল বিনে!


তেলে জলে মিশ হইলো না
এ তো সোজা কার না জানা,
ধনের ধন মনরে শুধাই
কোন জনমে পাই তোরে!


মন, কার বা ধন সমূল যাঁর'ই
মন, পায় সাধন পেলে মেহের তাঁর'ই!


শাহজাদপুর, সিরাজগঞ্জ, বৃহস্পতিবার, ১৮ জুলাই -২০১৯ খ্রিষ্টাব্দ, ১২:৩৩ অপরাহ্ন।