খেচর ভুচর্ জলচর জীব সবে
রবে দেহো প্রাণ হইলো সরব তাতে,
ধরণী কোণে মাচা বাঁধিছে জনে জনে
কেউ বা আসে কেউ চলে যায়, ওপারে!


তা সবে, ভোগ ছলনে জীবন লগনে
কুপথে চলিনু সত্য সুপথ ভুলিয়া,
লভিতে নগদ, বাকিতে মন না মজে।
ভবো সুখে ঘর বাঁধিনু আশরাফুলে!


মরণে যে করিলো স্মরণ দমে দমে
সমানে সমান উচ্চমানি দো-জাহানে।
মৃত্যু ভোলা বিধিবামে আগুনেতে জ্বলে!


লভিলে জনম ঘিরিবে মরণ যমে
যাবে প্রাণ বিনে ত্রাণ নিবৃপিত ক্ষণে।
এ কথা খোদা স্বীয় কহিলো কোরআনে।

শাহজাদপুর, সিরাজগঞ্জ, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, ০৯:২৩ অপরাহ্ন।