ও দরিয়া তোর দুঃখ কিসে
কেনো তোর বুক ভরা জল?
আমার ভাঙ্গা মনে জোয়ার
সেতো বিরহেরই ঢল !


একতারাটা হাতে লইয়া
তোরে খুঁজলাম একা একা,
ঢেউ খেলিলাম সাগর তীরে
না পাই মন মানুষের দেখা!


যে মন ভাঙ্গলিরে তুই
সে মনে আছিসরে তুই,
তোর বিহনে কান্দি বসে
নোনা জলে বুক ভাসিয়ে।


কত মনে কত জনে
মোহনায় গেলো মিশে,
দিবানিশি ভাবি তোরে
কান্দি আমি একলা তীরে
এই দুঃখ কারে কই!


ও দরিয়া তোর দুঃখ কিসে
কেনো তোর বুক ভরা জল?
দুই চোখে আমার কান্দন
সেতো পিরিতেরই ফল!


শাহজাদপুর, সিরাজগঞ্জ, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দ, ১০:১৫ অপরাহ্ন!