হর্ষ রসের হাঁড় ভেঙ্গেছে
তেঁতো রসে ধুলোয় লুটোয়
জ্বলিনু আপন মনে দল স্বদলে,
দাও যুগিয়ে প্রভূ, হারাই না যেনো কভূ
মনোবল সদাই রেখো পরিতাপী মনে!


ব্যথিতো চিতে ভবের পাড়ে
যাতনি হেলার ভাসিনু ভেলায়
চাইনে পয়সা কড়ি কড়ি বসুধায়ে,
শাপ সবারই করিও মোচন, মিনতি তবো
নিদান তরী পাড়ে বাঁধিও, বলিনু দীন মনে!


রচনা : ৩০ জুলাই ২০১৭ খ্রি: রোববার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।  সময় : ০৬:৩৩ পূর্বাহ্ন।