চারার বাগে স্বল্প কালেই
উঁকি মেরে চারা দুলি খেলিছে,
চেগার বেড়ায় কি যায় আসে?
কান্ড কুঁড়ি একি ছিঁড়ে গিলেছে,
শোনে কি বারণ ছাগল দলে!


পল্লবে সব ঝরলে শাখের
নিঃষ্প্রাণ পালা আসবে গাছের,
ধরা ভরা ফল মোহে টলোমল
সুন্দর ভুবন সদায় টানে!


অাপনি তরুর অমিত শাখে
অযুত নিযুত পাতা গজেছে,
ভাবিনু জাত অজাতী পাতায়
ঝরলে কিছু কি ক্ষতি হয়?


মনের ঘরের তরুলতা পাতা
আতাপাতা চোরে সদা লুটিছে,
ঘরের পাশেও নেইতো বেড়া
পতিতপাবনের তাই তো তাড়া!
নির্বিচারেই তরুলতা পাতা তাই
মিলেতালেই উজার করে চলেছে।


শুকনা ডালে কিশলয় গজাবে
বিধি নিও না হয় তাই ক'দিন পরেই!
যমদূতে কারও শোনেনা বারণ
মনোবনো পাতা সব ঝরলে শমন!
গাছ থাকতে ধরিনি রতন
বিধি মেহের করো আর চাইনা যাতন!


শাহজাদপুর, সিরাজগঞ্জ, সোমবার, ২৩ ডিসেম্বর- ২০১৯ খ্রিষ্টাব্দ, ০৮:০৪ পুর্বাহ্ন।